পূর্ব শক্রতার জেরে ময়মনসিংহের ফুলপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বালু ব্যবসায়ীর নাম শ্যামল (২৭)। সে আলোকদী গ্রামের হযরত আলী ম্যানেজারের ছেলে।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আলোকদী গ্রামে জনৈক বাবুল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। এই হত্যার প্রতিবাদে এলাকাবাসী সোমবার দুপুরে আসামিদের ফাঁসির দাবিতে পৌরশহরে বিক্ষোভ মিছিল করছেন।
এ ব্যাপারে নিহত শ্যামলের ভাই উজ্জ্বল বাদী হয়ে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মুঞ্জুরুল(৩০), মুছাদ্দিক (৩৮) ও মনিরুল ইসলাম (৩২)। আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ পুলিশ আদালতে পাঠিয়েছেন ।
ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, নিহত শ্যামল বালু ও ড্রাম ট্রাক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু হয়েছে।