রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রান্সফরমার চুরির ঘটনায় মাইক্রোবাসসহ ৩ জন আটক 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফরমার চুরির ঘটনায় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল (৩০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল (২৮) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সামগাতি গ্রামের জেলার শেখের ছেলে হযরত আলী (৩০)। 

এ ব্যাপারে সোমবার বিকালে সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বাদী হয়ে বিদ্যুৎ আইনে থানায় মামলা করেছেন। 

জানা যায়, রোববার রাতে বিদ্যুৎ বিভাগের জরুরি কাজে নিয়োজিত একটি টিম উপজেলার তৈলধারা ফিডার এলাকায় বৈদ্যুতিক ত্রুটি মেরামত করতে যায়। ওই এলাকায় মাইক্রোবাসযোগে ট্রান্সফরমার চুরি চক্রের সদস্যরাও চুরির উদ্দেশ্যে পূর্ব থেকেই গিয়ে ছিলেন। চোর চক্রের সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে তৈলধারা ফিডারে বৈদ্যুতিক কৃক্রিম ফল্ট সৃষ্টি করলে ওই এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

এদিকে জরুরি কাজে নিয়োজিত বিদ্যুৎ বিভাগের একটি টিম তৈলধারা ফিডার এলাকায় পৌছলে চোরেরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চোরদের মাইক্রোবাসের পিছু নিতে থাকে বিদ্যুৎ বিভাগের জরুরি কাজে নিয়োজিত গাড়িটিও। তাদের ধাওয়া করতে থাকলে এক পর্যায়ে মাইক্রোবাসটি দুর্গম এলাকায় পৌছলে আর পালাতে পারেনি। ততক্ষণে পুলিশের রাত্রিকালীন টহল গাড়ি আসে। বিদ্যুৎ বিভাগের লোকজন ও পুলিশ যৌথভাবে চোরদের ধরতে সক্ষম হয়। 

সখীপুর পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, গত কয়েক মাসে সখীপুর থেকে ১৮ থেকে ২০টি ট্রান্সফরমার চুরি হয়। এতে সাধারণ মানুষ ও বিদ্যুৎবিভাগের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রতিটি চুরির ঘটনায় থানায় অবগত করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরির ঘটনায় মাইক্রোবাসসহ (ঢাকা মেট্টো-চ ১৫-৫৭৮২) তিন জনকে আটক করা হয়। রোববার রাতে তৈলধারা ফিডারে বৈদ্যুতিক কৃক্রিম ফল্ট সৃষ্টি করে চোরেরা ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিল। গত ৩/৪ দিন আগে উপজেলার আড়াইপাড়া ও দামিয়া এলাকা থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে গত কয়েক মাসে উপজেলা থেকে ১৮ থেকে ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ওই চোর চক্রের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু উপকরণ জব্দ করা হয়েছে। তাদের নামে বৈদ্যুতিক আইনে মামলা করা হয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকতে হবে জানিয়ে আরও বলেন, রাত ১০টার পর ট্রান্সফরমার স্থাপন এলাকায় সন্দেহজনক কোনো লোক দেখলে বিদ্যুৎবিভাগ, সখীপুর থানায় ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ করেন। 

সখীপুর থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে বিদ্যুৎ বিভাগ থেকে বৈদ্যুতিক আইনে অভিযোগ করা হয়েছে। 

ইত্তেফাক/পিও