গত বছর অ্যাপল ডায়নামিক আইল্যান্ড উপস্থাপন করে তাক লাগিয়ে দিয়েছিল। আইফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতাই বলা চলে। অন্য অনেক কোম্পানিও এই নতুন আইডিয়াটিকে ব্যবহার করতে শুরু করে। প্রথম দেখায় ভালোই লাগে। নচটা বড়-ছোট আকারে স্ট্রেচ হচ্ছে সেটি ভালো বিষয়।
প্রথমদিকে ব্যবহারকারীরা অবাক ও বিস্মিত। কিন্তু সপ্তাহখানেক পর কেউ বুঝতেই পারছিলেন না এটি দিয়ে কি করা হবে। ডায়নামিক আইল্যান্ডের মাধ্যমে আপনি ফোনে কতক্ষণ ছিলেন বা অন্য কিছু ডিটেইল পেতে পারেন।
চলতি বছরের প্রথম ছয় মাসেও ফিচারটির কিছু সম্ভাবনা সবারই চোখে পড়েছে। অন্তত স্ক্রিনের ওপরে যদি ডায়নামিক আইল্যান্ড কিছু বিশেষ ফিচার বা তথ্য আপনাদের দেখতে সাহায্য করে তাহলে ক্ষতির কিছু নেই। কিন্তু মোবাইল ইউআই এখন এতটাই ভালো হয়ে উঠতে শুরু করেছে যে ডায়নামিক আইল্যান্ড তেমন কোনো কার্যকরী ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা করা যায় না।
বিশেষত আইফোন ১৪ প্রো-তে অলয়েজ অন ডিস্প্লে থাকায় ডায়নামিক আইল্যান্ডের উপযোগিতা তেমন কার্যকরী বলে মনে হচ্ছে না। ডায়নামিক আইল্যান্ড এমন একটি টুল যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতার বিরক্তি কিছুটা দূর করে। এতটুকুই। এর বাইরে এর উপযোগিতা খুব বেশি নেই।