সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লুক্সেমবার্গকে বিধ্বস্ত করলো রোনালদোহীন পর্তুগাল 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের দলের প্রধান এই তারকাকে ছাড়াই লুক্সেমবার্গকে ৯-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

সোমবার (১১ সেপ্টেম্বর) লুক্সেমবার্গের বিপক্ষে দুটি করে গোল করেছেন গনসালো রামোস, দিয়েগো জোতা ও রামোস। কার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্স করেছেন ১টি করে গোল। তবে বড় জয়ের ম্যাচে হ্যাটট্রিক পাননি কেউ। যদিও দুই গোলের পাশাপাশি ফার্নান্দেজ অবশ্য অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন।

ম্যাচের প্রথমার্ধে ১২ মিনিটেই লিড পায় পর্তুগাল। প্রথমে গোলটি আসে ইনাসিওর হেডে। রাফায়েল লিয়াওয়ের অ্যাসিস্টে ১৭ এবং ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করে রামোস। প্রথমার্ধে শেষ সময়ে ফার্নান্দেজের ক্রসে আবার হেড করে নিজের দ্বিতীয় গোল করেন ইনাসিওর। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে গোল করেন জোতা। ঠিক এর ১০ মিনিট পরই জোতার পাস থেকে ওয়ান টাচ ফিনিশিংয় করেন হোর্তা। এরপর ৭৭, ৮৩ এবং ৮৮ মিনিটে গোল করেন জোতা, ফার্নান্দেজ ও ফেলিক্স। শেষ পর্যন্ত ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন