শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৯

অনুষ্ঠিত হয়ে গেলো সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা। সোমবার (১১ই সেপ্টেম্বর) জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয় এটি। শান্তি ও সহিষ্ণুতা প্রচার এবং সহিংসতা প্রতিরোধের জন্য ধর্মীয় নেতা এবং অভিনেতাদের জন্য জাতীয় কাঠামো প্রণয়নের ওপর এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ফাউন্ডেশনটি।

বাংলাদেশে আন্তর্জাতিক ভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সামাজিক সংহতি প্রচারের জন্য ধর্মীয় নেতা এবং অভিনেতাদের জন্য প্রথম কাজ শুরু করে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আ. হামিদ জমাদ্দারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষাবিদ ও কূটনীতিকরা। সভায় সভাপতিত্ব করেন সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর।

কাজে কাঠামোকে এগিয়ে নিতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে গোলটেবিল আলোচনার সিরিজ আয়োজন করবে বলের জানিয়েছে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন। ফ্রেমওয়ার্কের প্রাথমিক উদ্দেশ্য হলো সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে সহায়তা করা করার পাশাপাশি একটি সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সমস্ত ধর্মীয় নেতা এবং অভিনেতাদের নিয়ে কাজ করা।

উল্লেখ্য, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন গঠিত হয়েছিল ২০১৮ সালে। এটি বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে কাজ করা প্রথম জাতীয় পর্যায়ের একটি সংগঠন। এছাড়া UNHQ নিউইয়র্ক-এ এসডিজি-১৬ নিয়ে কাজ করায় ২০১৯ সালে জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ দপ্তর থেকে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনকে চ্যাম্পিয়ন অফ প্রিভেনশন হিসেবে ঘোষণা করা হয়।

ইত্তেফাক/এএইচপি