শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চলছে শাহরুখ খানের বিজয়রথ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২০

ক্যারিয়ারে নতুন মোড় আনতে অনেক গুলো বছর সময় লাগলেও বলিউড বাদশার জায়গাটা বেশ সফলতার সঙ্গেই ধরে রেখেছেন শাহরুখ খান। ‘পাঠান’ এর মাধ্যমে নিজেকে ভেঙে গড়ার যে লড়াইটা শুরু করেছিলেন শাহরুখ, ‘জাওয়ান’ এর মাধ্যমে তিনি যেন সেই বিজয়রথ চালু রাখলেন। 

জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির পর থেকেই শুরু হয়েছিল তার ‘জাওয়ান’-এর অপেক্ষা। দীর্ঘ আট মাসের সেই অপেক্ষার অবসান এর পর দেখা গেলো বক্স অফিসে যে নজির গড়েছিলেন শাহরুখ, ‘জাওয়ান’-এর মাধ্যমে নিজেই ভেঙেছেন সেই রেকর্ড। 

আজ বিশ্বজুড়ে যে জাওয়ানের অভিনেতা শাহরুখ খানের জয়জয়কার সেই শাহরুখ খান একদিনে তৈরি হননি। 

১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত দূরদর্শন টেলিভিশনের 'ফৌজি' ধারাবাহিকে একজন সৈনিকের চরিত্রের মাধ্যমে শাহরুখ খান তার অভিনয় জীবন শুরু করেন।

দিওয়ানা সিনেমায় শাহরুখ খান ও দিব্যা ভারতী

১৯৯২ সালে তার প্রথম সিনেমা 'দিওয়ানা' মুক্তি পায়, এতে তিনি সহঅভিনেতা হিসেবে ঋষি কাপুর এবং দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছেন। পরবর্তীতে ১৯৯৩ সালে 'ডর' এবং 'বাজিগরের' মাধ্যমে বলিউডে একজন অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে শাহরুখ গাড়লেন শক্ত আসন।

দিলসে সিনেমায় শাহরুখ খান ও মনীষা কৈরালা

একেএকে ‘স্বদেশ’, ‘পারদেশ’, ‘মোহাব্বাতে’,  ‘চালতে চালতে’, ‘দিলওয়ালে দুলহানিয়া’, ‘কুচ কুচ হোতা হ্যায়’,  ‘দেবদাস', ‘ম্যায় হু না’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ।

দিলওয়ালে দুলহানিয়া সিনেমায় শাহরুখ খান ও কাজল

১৯৬৫ সালের ২ নভেম্বর, নয়াদিল্লীর তালভার নার্সিং হোমে জন্ম গ্রহণ করা এক শিশুকে নার্স নাকি বলেছিলেন সে বড় হয়ে অনেক বিখ্যাত হবে। সেই শিশুটিই আজকের শাহরুখ খান। যার একটি সিনেমা মুক্তি পাওয়া মানে অগনিত দর্শকের মাঝে জন্ম নেয় চরম উন্মাদনা। 

ডর সিনেমায় জুহি চাওলা,সানি দেওল ও শাহরুখ খান

তবে বড় হয়ে যে তিনি ‘রোম্যান্স এর রাজা’ হবেন, তার নমুনা কৈশোরেই তার মধ্যে দেখা গিয়েছে। জানা যায়, শাহরুখ নাকি স্কুলের দেয়ালে বসে তার চেয়ে বয়সে বড় মেয়েকেও ‘ফ্লাইং কিস’ পাঠাতেন। 

শাহরুখ -গৌরি

১৯৯১ সালের ২৫ অক্টোবর তিনি বিয়ে করেন গৌরি খানকে। গৌরিকে তিনি হিন্দু রীতিতেই বিয়ে করেন। তারা বলিউড ইতিহাসের অন্যতম সুখী দম্পতি হিসেবে প্রমাণিত। 

গৌরি-শাহরুখের বিয়ে

আরিয়ান, সুহানা এবং আব্রাম খান এর মতো ফুটফুটে তিন সন্তানের সফল বাবা-মা শাহরুখ ও গৌরি।

পরিবারের সঙ্গে শাহরুখ খান

পৃথিবীর একজন সফল তারকা হিসেবে শাহরুখ খানের মোট অর্থসম্পদের পরিমাণ ২ হাজার ৩০০ কোটি রুপিরও বেশি। তার সম্পত্তির কথা বললেই সবার আগে উঠে আসে তার বাংলো বাড়ি ‘মান্নাত’ এর নাম। যা মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মান্নাত পৃথিবীর সৌখিন এবং বিলাসবহুল দশটা বাড়ির মধ্যে একটি। যার মার্কেট ভ্যালু বর্তমান সময়ে ২৫০ কোটি টাকা। এছাড়া শাহরুখ খান ভারতের বাইরেও একাধিক বাড়ি কিনেছেন।

তার লন্ডনেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার মার্কেট ভ্যালু বর্তমানে ২৫০ কোটি টাকার ওপরে। এছাড়া তিনি দুবাইয়ের পাম জুমেইরাহ সৈকত এর কাছেও ২০০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন।

তিনি একাধিক ক্রিকেট টিমেরও মালিক। আইপিএল ম্যাচের কলকাতা নাইট রাইডার্স এর একমাত্র মালিক শাহরুখ খান। বর্তমানে যার দাম প্রায় ৪০০ কোটি টাকা।

২০০৯ সালে নিউজউইক তাকে বিশ্বের ৭৩তম ক্ষমতাশালী ব্যক্তির খেতাব দেয়। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়।


৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’। মুক্তির পর খেকে চার দিনেই সিনেমাটির বক্স অফিস কালেকশন  ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ‘জাওয়ান’-এর ঝুলিতে এখন বিশ্বব্যাপী মোট উপার্জনের অঙ্ক ৫৩৫ কোটি টাকা। আর শুধুমাত্র ভারতে সিনেমাটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি রুপি। ‘জাওয়ান’ সাফল্যে এক বিরল রেকর্ডের পথে শাহরুখ খান।


দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার নির্মিত ‘জাওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোন প্রমুখ।

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন