আইফোন ৫ এ সেই ২০০৫ সালে লাইটনিং কানেক্টর যুক্ত করা হয়েছিল। অন্য ফোন থেকে অ্যাপলের পার্থক্য ছিল এখানেই। কিন্তু আইফোন ১৫ মডেলে আসছে ইউএসবি-সি পোর্ট। একে বলা হচ্ছে থানডারবোল্ট পোর্ট।
বিগত কয়েক বছরে স্যামসাং ও মোটোরোলার মতো কোম্পানি ফোনের সঙ্গে কম্পিউটিং যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবে আইফোনও এবার কম্পিউটিং আরও ভালো করবে এই টাইপ সি যুক্ত হওয়ার মাধ্যমে।
তবে অ্যাপল আইপ্যাডওএসকে আরও ভালোভাবে উপস্থাপনের কাজ শুরু করেনি। আইপ্যাডওএস আমাদের একই হার্ডওয়ার না থাকা সত্ত্বেও ভালোভাবে কম্পিউটিং করতে সাহায্য করতে পারে। তবে অ্যাপল ইউএসবি-সি পোর্টের মাধ্যমে বিরাট পরিবর্তন আসবে।