মাদারীপুরের কালকিনিতে চয়ন মণ্ডল (২১) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হরিকান্দী গ্রামে নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চয়ন মণ্ডল সাউথ আফ্রিকা প্রবাসী কার্তিক মণ্ডলের ছেলে। ওই শিক্ষার্থী জেলার ডাসার ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমির অনার্সের প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, নিহত চয়ন মণ্ডল প্রতিদিনের মতো সোমবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার মা চঞ্চলা মণ্ডল চয়নকে রুমে না পেয়ে তাকে ফোন দেয়। চয়ন মোবাইল না ধরায় তাকে খুঁজতে থাকে। এ সময় তাকে পড়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার ও স্থানীয়দের দাবি, চয়নের লাশ যেভাবে পাওয়া গেছে এতে তার মৃত্যুর পেছনে অবশ্যই রহস্য রয়েছে। এটাতে পরিকল্পিত হত্যা বলে সন্দেহ করছেন তারা।
কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কোনো রহস্য থাকলে তা খুঁজে বের করা হবে।