শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পটুয়াখালীতে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৪

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি রাজিব হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বালিয়াতলীর লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে স্ত্রী নারগিস বেগম (২২) কে হত্যা করে স্বামী রাজিব। 

প্রাথমিকভাবে রাজীব এ হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরদিন নারগিসের বাবা আনোয়ার হোসেনসহ ৫ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।

ইত্তেফাক/এবি