সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউটিউবে ‘জাওয়ান’ দেখবেন দেলোয়ার জাহান ঝন্টু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৩

বহু বছরের প্রথা ভেঙে দেশে একইদিনে মুক্তি পেয়েছে ভারতীয় হিন্দি সিনেমা ‘জাওয়ান’। বিদেশি সিনেমা মুক্তির দাপটে পিছিয়ে গেছে দেশি দুই সিনেমা। শাহরুখ খানের সিনেমার সঙ্গে দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেলোয়ার ঝাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমা।

হিন্দি সিনেমা মুক্তি দেওয়া নিয়ে প্রতিবারই প্রতিবাদ করে এসেছেন পরিচালিক ঝন্টু। জানিয়েছিলেন, প্রয়োজনে হলের সামনে মশাল আন্দোলন করবেন তবুও ভারতীয় সিনেমা মুক্তি দিতে দিবেন না।

তার মতে, হিন্দি সিনেমা মুক্তি পেলে দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে।

এদিকে দেশে জাওয়ান মুক্তিতে হলে দর্শকের উপচে পড়া লক্ষ্য করা গেছে। অন্যদিকে ‘সুজন মাঝি’ দেখতে দর্শক পাচ্ছে না কর্তৃপক্ষ!

সম্প্রতি দেলোয়ার জাহান ঝন্টুকে প্রশ্ন করা হয়, তিনি শাহরুখের জাওয়ান সিনেমা দেখবেন কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, নাহ। আমি হলে গিয়ে কখনোই দেখব না। ইউটিউবে এলে তারপর দেখব। আমি সব দেশের সিনেমা দেখি। সিনেমা দেখে চলচ্চিত্রকাররা যা শেখে তা বই থেকেও শেখা যায় না।

দেশের ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। অন্যদিকে দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ মুক্তি পেয়েছে ১৯ হলে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ প্রমুখ।

 

ইত্তেফাক/পিএস