সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আগস্টে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ কমেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০

নতুন অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন এখনো পুরোদমে শুরু না হওয়ায় আগস্ট মাসে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকার গত বছরের আগস্টে ব্যাংকিং খাত থেকে ৩ হাজার ৫১০ কোটি টাকা ঋণ নিয়েছিল, যা এই বছরের আগস্টে ছিল ৫৪০ কোটি টাকা। অর্থাৎ সরকার গত বছরের একই মাসের তুলনায় এবারের আগস্টে ৮৫ শতাংশ কম ঋণ নিয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) সরকার ঋণ নেওয়ার পরিবর্তে ব্যাংকিং খাতে ৩ হাজার ২৮৩ কোটি টাকা পরিশোধ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্টের শেষে ব্যাংকিং খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার  ৯০ লাখ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে মূলত ট্রেজারি বিলের মাধ্যমে ১৩ হাজার ২৭৪ কোটি টাকা ঋণ নিয়েছিল এবং কেন্দ্রীয় ব্যাংকে ১২ হাজার ৭৩৩ কোটি টাকা পরিশোধ করেছে। এর অর্থ সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে।

নতুন অর্থবছরে সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে। জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৮ হাজার ৮০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতে অর্থের জোগান কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি ঋণ বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে।

ইত্তেফাক/এমএএম