সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিএসইসির আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত

এসএমই মার্কেটে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা থাকতে হবে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০

পুঁজিবাজারে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফরম এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৩০ লাখ টাকা করার বিএসইসির আদেশ বহাল রেখেছে উচ্চ আদালত। গত সোমবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।  গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৮৩৩তম কমিশন সভায় এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত বছরের ২২ সেপ্টেম্বর এসংক্রান্ত একটি আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা। তবে বিএসইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে এ বিষয়ে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল। রিটের শুনানি শেষে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বিএসইসির পক্ষ থেকে আপিল করে বিএসইসি। আপিল নিষ্পত্তি শেষে এ বিষয়ে বিএসইসির আদেশ বহাল রেখেছে উচ্চ আদালত।

বর্তমানে এসএমই মার্কেটে বেঙ্গল বিস্কুটস, ওয়ান্ডারল্যান্ড টয়স, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, মাস্টারফিড অ্যাগ্রোটেক, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, হিমাদ্রি লিমিটেডসহ ১৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বেঙ্গল বিস্কুটস, ওয়ান্ডারল্যান্ড টয়স, এপেক্স ওয়েভিং, হিমাদ্রি লিমিটেড ও ইউসূফ ফ্লাওয়ার মিলসকে ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে এসএমই প্ল্যাটফরমে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২টি কোম্পানি এই মার্কেটে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে নতুন করে তালিকাভুক্ত হয়েছে।

ইত্তেফাক/এমএএম