শুরুর একাদশে লিওনেল মেসি না থাকলে মাঠে কে থাকতে পারেন- সেটি নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন রটেছে, মেসির পরিবর্তে আর্জেন্টিনার কোচ স্কালোনি ডি মারিয়াকে মাঠে নামাতে পারেন। এছাড়া, ইকুয়েডরের বিপক্ষে জয় পাওয়া দলে আস্থা রাখতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে ম্যানসিটির তারকা হুলিয়ান আলভারেজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করতে পারেন বলেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে জয় এনে দেন মেসি। তবে ম্যাচটিতে পুরো সময় জুড়ে খেলেননি আর্জেন্টাইন এই তারকা। ম্যাচের শেষার্ধে তাকে তুলে নেন লিওনেল স্কালোনি। খবর সিবিএস স্পোর্টসের।
বিষয়টি নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ জানান, মেসি ক্লান্ত হয়ে পড়ায় বদলি করে নেওয়ার অনুরোধ করেছিলেন। উচ্চতা ও অক্সিজেন স্বল্পতার কারণে বলিভিয়ার লাপাজে আর্জেন্টিনার শুরুর একাদশে মেসির খেলার সম্ভাবনা কম।
এদিকে বলিভিয়া পৌঁছানোর পর আর্জেন্টিনার ফুটবলারদের অক্সিজেন টিউব হাতে দেখা গেছে। ওই ধাক্কা সামলে দলটির ফুটবলাররা মঙ্গলবার ম্যাচের আগে অনুশীলন করলেও অনুশীলনে আসেননি আর্জেন্টাইন তারকা মেসি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকো গঞ্জালেস, লওতারো মার্টিনেজ।