শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘জাওয়ান’কে কাজে লাগালো কলকাতা পুলিশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৬

মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত সিনেমা জাওয়ান সিনেমা যেন সারা বিশ্বজুড়েই ঝড় তুলেছে। জনপ্রিয় সেই সিনেমাকে এবার ট্রাফিক সচেতনতায় কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। এর আগে দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, ভারতীয় রেল এই সিনেমার দৃশ‍্যকে সচেতনতা তৈরির কাজে লাগায়।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সোশ‍্যাল মিডিয়ায় পথ নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন তৈরি করেছে কলকাতা পুলিশ। যা শাহরুখ খানের সাম্প্রতিক সিনেমা জাওয়ানের একটি দৃশ‍্য থেকে তৈরি। কলকাতা পুলিশ একটি ছবি পোষ্ট করে, যেখানে শাহরুখ খান একপাশে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন। অন‍্য পাশে সম্প্রতি মুক্তি পাওয়া জাওয়ান সিনেমার একটি দৃশ‍্য। সেখানে সারা মুখে ব‍্যান্ডেজ বেধে বসে আছেন তিনি। উপরে ক‍্যাপশনে লেখা, ‘হেলমেট ছাড়া দেখালে তেজ, জাওয়ান এর কপালে ব‍্যান্ডেজ’।

কলকাতা পুলিশের এরকম সচেতনতার প্রচার সাধারণ মানুষকে আকর্ষণ করেছে। কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায়। ‘পাঠান’-এর পর বলিউড বাদশার যাদুতে আবারও মুগ্ধ দর্শক। 

বহু অপেক্ষার পর অবশেষে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। অ্যাটলির পরিচালনায় এ সিনেমায় শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়া সিনেমা ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা।

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন