সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলা শিখছেন শাকিবের নায়িকা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ। জানিয়েছিলেন সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরপর এই সিনেমা নিয়ে আর কোন খবর ছিল না। ঈদে ‘প্রিয়তমা’ হিটের পরেই পরিচালক জানায় এবার সময় ‘রাজকুমার’-এর।

দেরি হওয়ায় অনেকের মনে সংশয় ছিল সিনেমাতে থাকছেন তো কোর্টনি কফি? সেই সংশয় কয়েকদিন আগেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেন সিনেমার জন্য তার প্রস্তুতির ছবি। যেখানে দেখা যায় তিনি বাংলা শিখছেন। শুধু তাই নয়, ক্যাপশনও লিখেছেন বাংলায়। তিনি লিখেন, ‘আমি শিখছি।’

অভিনেত্রীর প্রস্তুতি প্রসঙ্গে পরিচালক জানান, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্য নিচ্ছেন। দেখছেন বাংলা সিনেমাও। কয়েকদিন আগে সিনেমা হলে গিয়ে শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখেছেন এই অভিনেত্রী।

আগামী মাসেই পাবনায় এই সিনেমার শুটিং শুরু হ্ওয়ার কথা রয়েছে। এরপর আমেরিকার বিভিন্ন স্টেট ও কানাডায় হবে সিনেমার শুটিং। আগামী বছর ঈদে বাংলাদেশের সঙ্গে আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেয়া হবে ‘রাজকুমার’। এই সিনেমাতেও প্রযোজক হিসেবে রয়েছেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান।

ইত্তেফাক/এএম/এইচএ