শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এখনও ‘বিবাহিত’ স্বস্তিকা!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩

বরাবরই ঠোঁটকাটা কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই স্বভাবের জন্য হারহামেশায় আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিজীবনেও সবসময় ছিলেন বিতর্কে। কখনও নায়ক তো কখনও পরিচলকের সঙ্গে রটেছে প্রেমের গুঞ্জন। একাধিক প্রেম করলেও বিয়ে করেছিলেন একবারই। সেটিও পরিবারের পছন্দে।

মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। কিন্তু বেশিদিন টেকেনি সেই সংসার। দুই বছর পর যখন শশুরবাড়ি থেকে বেড়িয়ে আসেন স্বস্তিকা, তখন তিনি অন্তঃসত্ত্বা। আর সংসার করা না হলেও কাগজে-কলমে এখনও বিবাহিত রয়েছেন স্বস্তিকা। আইনি জটিলতায় ২৩ বছরেও বিচ্ছেদ হয়নি তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানালেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

স্বস্তিকা মুখোপাধ্যায়। ফাইল ছবি

স্বস্তিকা জানান প্রমিতের সঙ্গে তার বিচ্ছেদের মামলা ঝুলে আছে ২৩ বছর ধরে। আদালতে বিচারাধীন এই মামলা এতদিনেও কেনো নিষ্পত্তি হয়নি, তার কারণ জানাননি অভিনেত্রী। শুধু বলে গেছেন, আইনি জটিলতার কারনে দেরি হচ্ছে। তবে অভিনেত্রীর চাওয়া যাতে খুব দ্রুতই নিষ্পত্তি হোক। আর এটা যেন তার চুলগুলো পেকে যাওয়ার আগে হয় সেটাও তিনি চান।

অল্প বয়সে বিয়ে, বাচ্চা, বিচ্ছেদ। এই ঝড় সামলে গড়েছেন ক্যারিয়ার। স্বামী থেকে কোনো খরচ না নিয়েই একাই বড় করেছেন একমাত্র মেয়ে অন্বেষাকে। পড়াশুনা করতে মেয়েকে পাঠিয়েছেন দেশের বাইরেও। বলা যায় জীবন যুদ্ধে সফল এক নারী দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

ইত্তেফাক/এএম/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন