শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হল প্রাধ্যক্ষের আশ্বাসে রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধির অভিযোগে তালা লাগানোর ঘটনায় হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন'র আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদেরকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা এবং অনির্দিষ্ট সময়ের জন্য ক্যান্টিন বন্ধ ঘোষণা করেন হল প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পি বলেন, হল প্রশাসন আশ্বস্ত করায় আমরা আন্দোলন স্থগিত করেছি। হল প্রভোস্ট আমাদের সাথে বসেছেন এবং আমাদের যৌক্তিক কথা শুনে ক্যান্টিন মালিকের সাথে কথা বলে আপাতত ক্যান্টিন বন্ধ ঘোষণা করেছেন। এবং ক্যান্টিন চালাতে পারে এমন দক্ষ জনবল খুঁজে দ্রুত ক্যান্টিন চালু করবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান এ শিক্ষার্থী।

এ বিষয়ে শহীদ জিয়াউর হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শিক্ষার্থীরা আমাকে তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়েছে। খাবারের দাম বৃদ্ধি ও নিম্ন মানের খাবার পরিবেশন করায় তাদের এ আন্দোলনের সাথে আমিও একাত্মতা পোষণ করছি। শিক্ষার্থীরা অন্যান্য ক্যান্টিনের খাবার মূল্য অনুযায়ী আমাকে একটি রেট দিয়েছে। সেই অনুযায়ী আমি ক্যান্টিন মালিকের সাথে কথা বললে উনি শিক্ষার্থীদের নির্ধারিত দামে খাবার পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছে। যেহেতু ওই দামে ক্যান্টিন মালিক খাবার পরিবেশন করতে  পারবে না ফলে ক্যান্টিন বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা হল প্রশাসন আলোচনা করে ক্যান্টিন চালাতে সক্ষম এমন জনবল খুজে আবারও ক্যান্টিন খুলে দিবো। 

এ বিষয়ে ক্যান্টিন মালিক খোকন বলেন, 'আমার ক্যান্টিনে শিক্ষার্থীদেরকে ভালো মানের খাবার পরিবেশন করা হয়। ফলে অন্যদের থেকে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। শিক্ষার্থীদের নির্ধারিত দামে আমি খাবার পরিবেশন করতে পারবো না। হল প্রশাসন আমাকে ক্যান্টিন চালাতে নিষেধ করেছেন আমি সেটাই করবো।'

উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমান হল ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি ও মান নিয়ে  বিক্ষোভ করেন হলের শিক্ষার্থীরা। কয়েকদফা হল প্রশাসনকে সাথে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানানো হলেও খাবারের দাম কমায়নি ক্যান্টিন মালিক। খাবারের দাম না কমানোর প্রতিবাদে ক্যান্টিনে তালা মেরে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এআই