সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চলতি অর্থবছরের জুলাই-আগস্ট

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২.৯৫ শতাংশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ২.৯৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ১.৪২ বিলিয়ন থেকে বেড়ে ১.৪৬ বিলিয়ন ডলার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৮১ শতাংশ বেড়ে ৩.৪৪ বিলিয়ন ডলার থেকে ৩.৮৫ বিলিয়ন ডলার হয়েছে।

স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো প্রধান কিছু ইইউ বাজারেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৬.৯৪ শতাংশ, ৮.৪৫ শতাংশ, ২৮.৭৩ শতাংশ, ১৮.৯৫ শতাংশ ও ২৬.৩৭ শতাংশ। তবে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানিতে এ সময়ে রপ্তানি ৬.২৯ শতাংশ কমে ৯৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে যুক্তরাজ্যে রপ্তানি ১৯.১৪ শতাংশ বেড়ে ৯৭৬.৭৫ মিলিয়ন এবং কানাডায় ৭.২২ শতাংশ বেড়ে ২৪৩.৪৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে, অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২১.৯৪ শতাংশ বেড়ে ১.৪৭ বিলিয়ন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩.৯৭ শতাংশ, অস্ট্রেলিয়ায় বেড়েছে ৪৯.৫২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ১৯.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, ভারতে পোশাক রপ্তানি কমেছে ৩.১৪ শতাংশ।

 

ইত্তেফাক/এমএএম