বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গল ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
মান্দা (নওগাঁ): মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রকি (২৫) এবং রবিউল ইসলাম (২০)। মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার কাশিগঞ্জ গ্রামীণ ব্যাংকের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টায় তারাকান্দা থানার কাশিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক রেজাউল মাসুদ (৪১) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত সোলায়মান সরকারের ছেলে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আজিজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরটিএ পরীক্ষা শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমতলী (বরগুনা): আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোতালেব খান (৪৫) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। মোতালেব আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজী গ্রামের মৃত বারেক খানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়ার লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিরব মোল্যা (৪)। মঙ্গলবার বিকালে লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব মোল্যা ঐ গ্রামের ফছিয়ার মোল্যার ছেলে। লাহুড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।