রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিং করার সময় ইনজুরির শিকার হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের নাসিম শাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচে নাসিম ডান কাঁধে চোট পান নাসিম। খবর ইএসপিএনের।

পাকিস্তান দলের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানের রয়েছেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাসিমের বদলি হিসেবে জামান খানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন জামান। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনের কথা রয়েছে তার।

নাসিমের মতো আরেক পেসার হারিস রউফও ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন। তবে এখনও স্কোয়াডে রয়েছেন রউফ। বিবৃতিতে দুই পেসার সম্পর্কে পিসিবি জানায়, ‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ।’

ইত্তেফাক/এইচএ