রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সৃজিত এখনও নিষ্ঠুর: জয়া

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭

দীর্ঘ একটা সময় কেটে গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় কাজ করেননি জয়া আহসান। প্রায় ৫ বছর বাদে ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন এই ঢাকাই অভিনেত্রী। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে ডাবিংয়ের কাজ।

‘এখন বুঝি, এটা তার স্বাভাবিক স্বত্ত্বা’
- সৃজিতকে নিয়ে আনন্দবাজারকে জয়া

‘দশম অবতার’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল সেটি নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপ করেছেন জয়া।

আনন্দবাজারকে জয়া বলেন, ‘প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, সেই রকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’ সিনেমায় অভিনয়ের সময় চমকে গেছিলাম। এখন বুঝি, এটা তার স্বাভাবিক স্বত্ত্বা।’

ইত্তেফাক/এইচএ