গোলখরায় ভুগছেন রিচার্লিসন। সেই কারণে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি ব্রাজিল-বলিভিয়া ম্যাচে বক্সের ভেতর ভালো অবস্থানে বল পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। গুরুতর এই মিসের পর ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজের অভিব্যক্তিতে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। একপর্যায়ে তো মাঠ থেকেই রিচার্লিসনকে তুলে নেওয়া হয়। এরপর থেকে ক্রমাগত হতাশায় ভুগতে থাকেন তিনি। বদলিতে নেমে যাওয়ার পর ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় এই স্পার্স স্ট্রাইকারকে। তাই ইংল্যান্ডে ফিরেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রির্চালিসন।
সূত্র: ইএসপিএন, বিবিসি ও স্কাই স্পোর্টস