রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দেশে ফিরে সংবর্ধনা পেয়ে কাঁদলেন জোকোভিচ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪

সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে ইতিহাস গড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে এই টুর্নামেন্টটির পুরুষ এককের ফাইনালে রাশিয়ান টেনিস খেলোয়াড় দানিল মেদভেদেভকে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম। টেনিসের ইতিহাসে এখন তিনি সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী খেলোয়াড়। এই কীর্তি গড়ে সেদিন ফাইনালে কেঁদেছিলেন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা। এবার দেশে ফেরার পরও আবার অশ্রুসিক্ত দেখা গেল তাকে।

ইউএস ওপেনে জয়ের পর দেশে ফিরে গত পরশু রাতে সার্ভিয়ার রাজধানী বেলগ্রেডের সিটি হলে ব্যালকনি সংবর্ধনা পেয়েছেন জোকোভিচ। এ সময় তাকে অভিনন্দন জানাতে নিচে অপেক্ষা করছিল হাজার হাজার ভক্ত। তাদের উদ্দেশে মাইক হাতে কথা বলেছিলেন তিনি, যা একটি বড় পর্দায় দেখা যাচ্ছিল। তবে এই জনপ্লাবন দেখে হতবাক হয়ে পড়েছিলেন জোকোভিচ। তার কাছে এটি একটি বিশাল বড় মুহূর্ত ছিল এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সমর্থকেরা তার এই অর্জনে কতটা গর্বিত।

এ সময় হাজার হাজার মানুষের তার জন্য অফুরান ভালোবাসা দেখে নিজেকে আর সামলাতে পারেননি জোকোভিচ। আবেগপ্রবণ হয়ে সিটি হলের বারান্দায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। তবে এই অশ্রু ছিল না কোনো যন্ত্রণার, বরং তা ছিল আনন্দের, ভালোবাসার। তার আগে অবশ্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জোকোভিচ। তবে তার কান্না দেখে উপস্থিত সবাই আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সে সময় তার পাশে থাকা লোকজন তাকে সামাল দেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এর আগে এবারের ইউএস ওপেনের শিরোপা জেতার মধ্য দিয়ে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম সিঙ্গেল জিতে ইতিহাস গড়েন জোকোভিচ। এই মুহূর্তে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক তিনি। এই নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন জোকোভিচ। হার্ড কোর্টে এটি তার ১৪তম গ্র্যান্ড স্লাম জয়। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। এ ছাড়া উইম্বলডন জিতেছেন সাত বার ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিন বার।

এদিকে এদিন ব্যালকনি সংবর্ধনায় এই টেনিস তারকা একাই ছিলেন না, তার সঙ্গে ছিল বাস্কেটবল বিশ্বকাপে রুপা জেতা সার্ভিয়ার বাস্কেট বল দলও। তবে আকর্ষণের মধ্যবিন্দু ছিলেন জোকোভিচই।

ইত্তেফাক/জেডএইচ