অভিনেত্রী সাবিলা নূর ইতোমধ্যেই নিজের সাবলীল বাচনভঙ্গি ও অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। সংসার ও অভিনয় নিয়ে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন সাবিলা। এ মাধ্যমেই বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান তিনি অসুস্থ।
ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে সবার কাছে দোয়া চান সাবিলা। ছবিতে দেখা গেছে, হাতে স্যালাইন এবং চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। তবে ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি
এদিকে সেই পোস্টেই একজন মন্তব্য করেন লেখেন, ‘চিন্তা করবেন না। সুস্থ হয়ে উঠবেন। এটা ব্যাংককের প্রভাব। এ ধরণের মন্তব্যে বা কটাক্ষের কারণে পাল্টা জবাব দিয়েছেন সাবিলা।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSabilanursablabablaofficial%2Fposts%2F871468241007647&show_text=true&width=500" width="500" height="466" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
সেই মন্ত্যেবের জবাবে তিনি লেখেন, আমি বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্যাংকক থেকে ফিরেছি। যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন কীভাবে বলতে পারলেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ? বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পেছনে খুব খারাপ কিছু লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।
সাবিলার এমন পাল্টা জবাবে তার ভক্তরা বেশ খুশি এবং প্রশংসা করছেন তার এমন সাহসী মন্তব্যের। আর সেই বাজে মন্তব্যকারীকে তুলোধুনায় ব্যস্ত হয়ে যান সাবিলা ভক্তরা।