চলমান এশিয়া কাপে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাফল্য বলতে শুধু একটি ম্যাচ জয়। ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে শুরু করলেও এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপ শেষ হয়ে গেছে টাইগারদের। তবে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
সুপার ফোরে শেষ ম্যাচে মাঠে নামার আগে কলোম্বোতে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এই সময় তিনি বলেন, 'আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।'
ভারতের বিপক্ষে ম্যাচ কেমন হবে, এ সম্পর্কে জানতে চাওয়া হলে সাকিব বলেন, 'খেলার পরে বলতে পারবো, আগে কীভাবে বলবো? সহজ হবে না কঠিন হবে, বলা সম্ভব না। যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলবো।'