শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাল বিয়ে কিন্তু আজ গেল সড়কে প্রাণ, ‘বর’ সাজা হলো না জুয়েল রানার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৩

রাজশাহীর বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বর জুয়েল রানা (২২)। একই সঙ্গে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে তার বন্ধু জাকির হোসেন (৩২)। 

নিহত জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের মোস্তফা আলীর ছেলে। আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) একই উপজেলার মীরগঞ্জ গ্রামের তজলু মেম্বরের ভাইয়ের মেয়ের সঙ্গে জুয়েলের বিয়ের দিন ধার্য ছিল। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা পাকা রাস্তায় ভুটভুডি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জুয়েল রানা বৃহস্পতিবার দুপুরে মাথার চুল সাঁটাতে জন্য উপজেলার বিনোদপুর বাজারে গিয়ে ছিলেন। এরপর সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফেরার পথে বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ভুটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মুখোমুখি ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এবং তার বন্ধু জাকির হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।  

নিহত জুয়েলের পিতা বলেন, আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়ে বাড়ির সামনে গেট তৈরিসহ প্যান্ডেল তৈরি করছিলাম। মুহূর্তের মধ্যে এমন দুর্ঘটনা ঘটবে এটা আমরা কেউ আশা করিনি।
 
এদিকে উক্ত ঘটনায় ভুটভুডি চালক মনির পালিয়ে গেলেও রক্ষা পাইনি হেলফার নাসির উদ্দিন(৩৫)। তাকে আটক করেছে পুলিশ ।
 
বাঘা থানার ওসি সবুজ ইসলাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাইভার মনিরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হবে।

ইত্তেফাক/পিও