গত রমজান মাসের পর রাজধানী ঢাকায় যতগুলো মার্কেটে আগুন লেগেছে, এর প্রায় সবগুলোই সিটি করপোরেশনের মার্কেট। এ ছাড়া সিটি করপোরেশনের যে মার্কেটগুলো ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে মার্কেটগুলো পাকা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই মার্কেটগুলোয় আগুনে জ্বলছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গতকাল বেলা ২টার দিকে আগুনে পোড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের এই মার্কেটগুলো কাঁচা মানের অটোমেটিক গড়ে ওঠা মার্কেট। এগুলো পরিকল্পিত মার্কেট না, সেটা আমরা সবাই জানি। অনেক আধুনিক মার্কেটেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকে না। সিটি করপোরেশনের যে মার্কেটগুলো ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে মার্কেটগুলো পাকা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই মার্কেটগুলোই আগুনে জ্বলছে। আমরা এর আগেও বঙ্গমার্কেটসহ অন্যান্য মার্কেট দেখলাম, এবার দেখলাম কৃষি মার্কেট।’
ক্ষোভ প্রকাশ করে হেলাল উদ্দিন বলেন, ‘আমরা পাকা মার্কেট চাই, তার অর্থ এই না আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আমরা পাকা মার্কেট করব। এটার কোনো যৌক্তিকতা নেই। সিটি করপোরেশন যদি মনে করে, এই মার্কেট চলবে না, তাহলে ১৫ দিন আগে বলত। আমরা বন্ধ করতে সহযোগিতা করতাম। এখনো যদি তারা মনে করে কোনো মার্কেট ভেঙে নতুন করে করবে, সমস্যা নেই। কিন্তু দোকানদারদের দোকান বুঝিয়ে দিতে হবে, কত দিনে দেবেন সেটাও বুঝতে হবে, দাম কেমন হবে সেটাও বুঝতে হবে। সিটি করপোরেশন বিল্ডিং করে এমন একটা দাম ধরবে, যেটা আমাদের ক্ষুদ্র দোকানিরা কিনতে পারবে না, এই ভয়টা আমাদের মধ্যে থাকে। এ কারণে আমরা মনে করি ভালো তদন্ত কমিটি দরকার।’
তিনি বলেন, ‘আগুন লাগলেই সিটি করপোরেশন একটা তদন্ত কমিটি করে এবং ফায়ার সার্ভিস তদন্ত শেষে বলে দেয়, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। প্রত্যেক মার্কেটে শর্টসার্কিট থেকে আগুন লাগবে, আর সেই আগুন এত ভয়াবহ হবে, আর ফায়ার সার্ভিস যাদের আমরা এত প্রশংসা করি; কই তারা আমাদের কোনো দোকান তো বাঁচাতে পারে না। যেহেতু সিটি করপোরেশনের মার্কেট সেহেতু অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় তারা দায়িত্বের অবহেলা করছে কি না, এমন প্রশ্নে হেলাল বলেন, ‘অবশ্যই। যখন আগুনে আমাদের সব ধ্বংস হয়ে যায়, আমরা যখন নিঃস্ব হই তখন কথা আসে এখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুনের ঘটনাগুলো একই সময়ে ঘটছে এবং সব ধ্বংস হচ্ছে। সব মার্কেটের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে আমরা বের হয়ে যাই। সেখানে আবার শর্টসার্কিট থেকে কীভাবে আগুন লাগে?’