রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকা থেকে যশোরে ৫০ নারী বাইকারের ‘রোড শো’ শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৪

‘পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা’ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য ঢাকা থেকে যশোরে ৫০ জনের অধিক নারী বাইকারকে নিয়ে ‘রোড শো’ শুরু হলো আজ (১৫ সেপ্টেম্বর)। সকালে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে যশোর যাবে এই রোড শো। ১৬ সেপ্টেম্বর ঢাকায় বাইকারদের এই বহর রোড শো শেষে ফিরে আসবে বলে জানান আয়োজকেরা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু করে ‘ভ্রমণ কন্যা: ট্রাভেলেটস অব বাংলাদেশ’, দ্য এশিয়ান ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন ও এসবিকে ফাউন্ডেশন। এর আওতায় নারী-পুরুষদের যৌথভাবে যুক্ত করে গণসচেতনতা তৈরি করা হবে। নারী রাইডারদের নিরাপত্তায় উপযুক্ত সরঞ্জাম দেওয়া হবে ও অন্তত ৭৫ লাখ মানুষের কাছে নারীর নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হবে।

ঢাকা থেকে যশোরে ৫০ জনের অধিক নারী বাইকারকে নিয়ে ‘রোড শো’

নারী বাইকারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এই আয়োজনের প্রায় ৫০ জনের বেশি নারী বাইকারের একটি দল দেশজুড়ে ভ্রমণ করবেন। তাদের রুটটি এমনভাবে করা হয়েছে যেটি একটি ক্রস আকারের মতো হবে। মূলত লিঙ্গ সহিংসতা ক্রস বা বাদ দেওয়াকেই তুলে ধরা হবে এই আয়োজনের মাধ্যমে।

চার ধাপে পরিচালনার জন্য এই কর্মসূচির প্রথম রুট হবে ঢাকা থেকে যশোর পর্যন্ত। প্রথম পর্বে বাইকাররা সুরক্ষা সরঞ্জামসহ ঢাকা থেকে দুইদিনের যাত্রা শুরু করবেন। তারা পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর ও নড়াইলের মধ্যে কিছুক্ষণ থামবেন। সেখানে পাবলিক প্লেসে নারীদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হবে।

ঢাকা থেকে যশোরে ৫০ জনের অধিক নারী বাইকারকে নিয়ে ‘রোড শো’

এরপর তারা যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যশোরে একটি পথনাটক ও সংলাপ অনুষ্ঠিত হবে। পরের দিন তারা পরিকল্পিত ‘ক্রস’ পথের এক-চতুর্থাংশ সম্পন্ন করার জন্য ঢাকার দিকে ফিরবে।

এ পর্বে একটি বিশিষ্ট ও জনসমাগম স্থানে পথনাটক পরিবেশিত হবে। দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গল, তৃতীয় পর্বে সীতাকুণ্ড (চট্টগ্রাম) ও চতুর্থ পর্বে গন্তব্য হবে রাজশাহী। প্রতি পর্বে একটি নাটকসহ সর্বমোট ৪টি পথনাটক পরিবেশন করা হবে।

ইত্তেফাক/এসকে