শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার সাবেক অজি স্পিনার 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬

অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল মাদক কারবারির মামলায় গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

তার বিরুদ্ধে তিন লাখ ৩০ হাজার ডলার দামের এক কেজি কোকেন বেচা-কেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ এনেছে পুলিশ। কোকেন বিক্রির জন্য ম্যাকগিল দু’জন ব্যক্তির সঙ্গে চুক্তি করেন। 

অস্ট্রেলিয়ার পুলিশ ম্যাকগিলের মাদক কারবারির সঙ্গে সম্পৃক্তার তথ্য পেয়েছে। পুলিশ দাবি করেছে, সাবেক এই ক্রিকেটার জেনে বুঝেই মাদক ব্যবসায় সম্পৃক্ত হন। বিষয়টি প্রমাণিত হলে বড় সাজা পেতে পারেন তিনি। যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে তার। কারণ অস্ট্রেলিয়ায় মাদক ব্যবসার শাস্তি গুরুতর।

ইত্তেফাক/জেডএইচ