শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেইমারের রেকর্ড সম্মানে ৭৮ জোড়া বিশেষ বুট!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলই করে প্রয়াত কিংবদন্তি পেলের ‘৭৭’ গোলের রেকর্ডে ভাগ বসান নেইমার। এর পর থেকেই নেইমার-ভক্তদের শুরু হয় অপেক্ষার প্রহর গোনা-নেইমার কবে পেলেকে টপকে ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি একার করে নেবেন। চোটের কারণে নেইমার জাতীয় দলের হয়ে খেলতে না পারায় অপেক্ষার প্রহরটা ক্রমেই দীর্ঘ হচ্ছিল। অবশেষে গত ৯ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডটি একার করে নিয়েছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।

বিশেষ এই কীর্তির জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ব্রাজিল তারকা। বিশেষ উপায়ে তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে পিউমা। জার্মানি ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্ এই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানিটি নেইমারের রেকর্ডের সম্মানে বা স্মরণীয় করে রাখতে ৭৮টি বিশেষ বুট বানিয়েছে। বিশেষ ডিজাইনে তৈরি করা বিশেষ এই বুটের বিশেষ নামও রাখা হয়েছে ‘এনজেডআর ৭৮ ফিউচার’। বুটগুলো মূলত সাদা রঙের। তবে পিউমার সোনালি রঙের ছাপের মিশ্রণও ঘটানো হয়েছে।

বিশেষ এই বুটগুলো এরই মধ্যে নেইমারের হাতে তুলেও দিয়েছে পিউমা। তবে ব্রাজিল তারকা বুটগুলোর নিজের কাছেই রেখে দেবেন না। ক্যারিয়ারজুড়ে তাকে যেসব মানুষ পর্দার অন্তরালে থেকে বিশেষভাবে সাহায্য করেছেন, তাদের সবাইকে এক জোড়া করে বিশেষ এই বুট উপহার দেবেন নেইমার।

প্রশ্ন উঠতে পারে, নেইমার তো পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে গড়েছেন ৭৯ গোলের রেকর্ড। তাহলে ৭৮টি বিশেষ বুট কেন? ৭৮ গোল হলেই রেকর্ডটা হয়ে যেত নেইমারের। তাই পিউমা হয়তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে ৭৮টি বুট বানিয়ে রেখে অপেক্ষায় ছিল আনুষ্ঠানিক রেকর্ডের।  তারা তো আর জানত না যে, রেকর্ড গড়ার ম্যাচে নেইমার জোড়া গোল করে বসবেন! কিংবা ৭৮ গোল হলেই যেহেতু রেকর্ড হতো, তাই ৭৮টিই তৈরি করেছে।

ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলে সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডটি গড়েছিলেন ১৯৭১ সালে। সেই থেকে ৫১টি বছর রেকর্ডটি তার একার দখলেই ছিল। জিকো, রোনাল্ডো, রোমারিও, রোনালদিনহোদের মতো কিংবদন্তিরাও তার রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে নেইমার ঠিকই রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন।

ইত্তেফাক/এএইচপি