শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তামিল অভিনেতাদের ওপর প্রযোজকদের নিষেধাজ্ঞা!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১

এখন বলিউডের সঙ্গে টেক্কা দিচ্ছে দক্ষিণি সিনেমা। বলিউড নিয়ে তারকা, পরিচালক, প্রযোজকদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকলেও দক্ষিণি ইন্ডাস্ট্রিতে তা শোনা যেত না। কিন্তু এবার চিত্র উল্টো। চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে চারজন তামিল অভিনেতার বিরুদ্ধে। আর তাদের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে প্রযোজকরা।

এই চারজন অভিনেতা হলেন ধানুষ, বিশাল রেড্ডি, সিলম্বরাসন ও অথর্ব। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রযোজকদের সংগঠন টিএফপিসির (তামিল ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিল) অভিযোগ, তারা একাধিকবার চুক্তিভঙ্গ করেছে। সময় দিয়েও শুটিং করেননি। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রযোজকরা। এ কারণেই তাদের সতর্কতামূলক ‘রেড কার্ড’ ইস্যু করেছেন।

আরও বড় পরিকল্পনা করছে প্রযোজকদের সংগঠন টিএফপিসি। অভিনেতারা তাদের মধ্যেকার এই সমস্যা দ্রুত সমাধান না করলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। প্রযোজকরা তাদের নিয়ে কাজ করবেন না। এমনকি সামনে যেসব সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এবং শুটিং চলমান, আটকে যেতে পারে সেসব সিনেমাও।

এর আগে সিলম্বরাসন একটি সিনেমার জন্য ৬০ দিন শুটিং করার কথা ছিল। কিন্তু ছবির প্রযোজক মাইকেল রায়াপ্পান অভিযোগ করেন সিলম্বরাসন ওই ছবির জন্য মাত্র ২৭ দিন শুটিং করেছেন। ‘করোনা কুমার’ সিনেমার জন্য অগ্রিম দুই কোটি রুপি নিয়ে এখনও শুটিংয়ের শিডিউল দেননি সিলম্বরাসন। এছাড়া, ধানুষের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অগ্রিম টাকা নিয়েও সিনেমার শুটিং শুরু করেননি। এতে করে প্রোডাকশন হাউস ‘মার্সেল’ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশাল রেড্ডি প্রযোজকদের সংগঠনের সাবেক সভাপতি। সেই সময় তিনি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে, অথর্ব প্রযোজক মাথিয়াজাগানের কাছ থেকে অগ্রিম ছয় কোটি রুপি নিয়েছিলেন। পরবর্তীতে কাজ না করার পর এই টাকা ফেরত দেননি। এসব অভিযোগের বিপরীতে এখনও অভিনেতারা মুখ খোলেননি।

ইত্তেফাক/এএম/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন