শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়েতে গিয়ে বিপাকে ১৪ বলিউড তারকা!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮

ব্যবসায়ীদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন বলিউড তারকারা। তেমনই এক ব্যবসায়ীর বিয়েতে অতিথি হয়ে বিপাকে পরেছেন ১৪ বলিউড তারকা। নজরে এসেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরের (ইডি)। এই তারকাদের মধ্যে রয়েছে টাইগার শ্রফ, সানি লিওন, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচাসহ আরও অনেকে।

চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সৌরভ চন্দ্রাকরের বিয়ের অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানের বাজেট ছিল ২০০ কোটি রুপি। ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের মালিক রবি উপ্পল, সৌরভ চন্দ্রাকর। এই অ্যাপের মাধ্যমে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত তারা। এ কারণে তদন্তের জন্য আহ্বান করা হতে পারে এই তারকাদের। অনুষ্ঠানে উপস্থিত হতে তাদের দেওয়া হয়েছে ৪০ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের।

অনেকদিন ধরেই রবি উপ্পল ও সৌরভ চন্দ্রাকর পলাতক। ইডি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সম্প্রতি ইডি কলকাতা, মুম্বাই, ভোপালের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সোনার বার, গহনাসহ ৪১৭ কোটি রুপি উদ্ধার করেছেন। জানা গেছে, সৌরভ অ্যাপটির মাধ্যমে টাকা তুলে মুম্বাইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে বলিউড তারকাদের দিয়েছেন। আর এরজন্য লেনদেন হয়েছে প্রায় ১১২ কোটি রুপি। তারকাদের দুবাইয়ে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি। এই পুরো টাকাটাই ছিল কালো টাকা।

ইডি জানিয়েছে, এই তদন্তে আরও বেশ কিছু তারকার নাম সামনে আসতে পারে। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বের এই অ্যাপের সাফল্য পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের ও ধরা হবে। শোনা যাচ্ছে, এতে রয়েছে একজন জনপ্রিয় দক্ষিনি অভিনেত্রী ও একজন জনপ্রিয় টেলিভিশন কমেডিয়ান (কৌতুক অভিনেতা) রয়েছে।

ইত্তেফাক/এএম/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন