কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় ৩ জন পালিয়ে গেলেও আনোয়ার হোসেন নামের ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রামু থানাধীন ঈদগড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আনোয়ার হোসেন (৩৫) খুরুলিয়ার মুছা আলীর ছেলে।
র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ির পেছনে দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে। পরে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। র্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে অস্ত্র তৈরির কারিগর আনোয়ারকে র্যাবের আভিযানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটক আসামি এবং বর্ণিত এলাকার অস্থায়ী তাবু টাঙ্গানো স্থানের ভেতর ১টি দেশীয় বন্দুক, ১টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড এমজির গুলি, ৫০ রাউন্ড এসএমজি’র গুলি, ০৮ রাউন্ড গুলির খালি কার্তুজ, ১৫টি শিসা, ১টি ছেনি, ১টি হাতুড়ি, ১টি বাইশ, ২টি রেত, ১টি প্লাস, ৫টি সুপার গ্লু গাম, ৫০ গ্রাম বারুদ এবং ১৫০টি বিয়ারিং বল উদ্ধার করা হয়।