রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘কাজল ম্যামকে আমি ছাড়িয়ে যেতে পারবো না’

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০

শাহরুখ-দীপিকা জুটি একসঙ্গে বড় পর্দায় মানেই ছবি সুপারহিট। পাঠানের পর জাওয়ানের সুপার সাকসেস যেন এটাই প্রমাণ করে। সেই ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ কিংবা হালে ‘পাঠান’। সব ছবিতেই শাহরুখ-দীপিকার ম্যাজিক অব্যাহত। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’ ছবিটি। এই ছবিতেও একটি ক্যামিও করতে দেখা গিয়েছে অভিনেত্রী। শাহরুখের নাকি ‘লাকি চার্ম’ দীপিকা। যদিও অভিনেত্রীর কথায়, তিনি শাহরুখকে না বলতে পারেন না। এই মুহূর্তে ‘জওয়ান’ ঝড় চলছে দেশে। মাত্র ৮ দিনেই ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি যে ব্লকবাস্টার তা মুক্তির তিন দিনের মাথায় স্পষ্ট হয়ে যায়। শুক্রবার ছিল ‘জওয়ান’-এর সাকসেস পার্টি। মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। সেখানেই বাদশার গালে চুমু এঁকে দিলেন দীপিকা। ছবি দেখামাত্রই মন্তব্য অভিনেত্রীর স্বামী রণবীর সিংহের।

এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত জুটি তারা। বরাবরই দীপিকার প্রেমে গদগদ হয়েই থাকেন রণবীর। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর সে সব সন্দেহকে তুড়ি মেরে উড়িয়ে দেন দীপিকা। তবে শাহরুখ-কাজলের চেয়েও শাহরুখ-দীপিকা ব্যবসা সফল কিনা এমন প্রশ্নে দীপিকা বলেন, ‘কাজল ম্যামকে আমি ছাড়িয়ে যেতে পারবো না। তবে টাকার অংকে আমাদের জুটিটাই সেরা।’

আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘ডংকি’। রাজকুমার হিরানীর পরিচালনায় এই প্রথম শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছেন। এখন সবচেয়ে বড় গুঞ্জন হলো ক্রিসমাসে মুক্তি প্রতীক্ষিত এই ছবিতেও কী দীপিকা কোনো ক্যামিও আছে কী না? এমন প্রশ্নের জবাবে দীপিকা রহস্যময় হাসি হাসেন!

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন