আজ থেকে ঠিক ২৫ বছর আগে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই। এরপর শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর উত্তর সরকাটারি গ্রামে বাড়ি ফিরেছেন মো. মাইদুল ইসলাম (৩০)। তবে বড় ভাই মতিয়ার রহমান (৩৫) এখনও নিখোঁজ রয়েছেন। মাইদুল ইসলামকে ফিরে পেয়ে আনন্দ ভাসছে পুরো পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালপুর উত্তর সরকাটারি গ্রামের আব্দুস সামাদ-বানেছা বেগম দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম ও মতিয়ার রহমান। তাদের বয়স যখন পাঁচ থেকে সাত বছর তখন পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে তাদের মা-বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। পরে অন্যত্র বিয়ে করেন বানেছা বেগম।
মাইদুল ও মতিয়ারকে নিয়ে প্রথমে রংপুর, পরে গাইবান্ধা এবং আরও পরে ঢাকায় আসেন তিনি। ঢাকায় বানেছা বেগম দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার পাতলেও দুই ছেলের ঠাঁই হয় অন্যের বাড়িতে। অল্প কিছু দিনের মধ্যে চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এই দুই ভাইকে। সেই থেকে নিখোঁজ হন তারা।
অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে পাওয়ার আশা ছেড়ে দেন মা। তবে বাবার পরিবারের লোকজন আশা ছেড়ে দেননি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপন ঠিকানা’ নামে এক অনুষ্ঠানে মাইদুল ইসলামকে খুঁজে পায় পরিবার। তবে বড় ভাই মতিয়ার রহমানের সন্ধান এখনও মেলেনি। মাইদুল ইসলাম ও মতিয়ার রহমানের বাবা আব্দুস সামাদের আশা নিশ্চয়ই কোনো একদিন তার বড় ছেলেকেও খুঁজে পাবেন তিনি।