রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলকে নিয়ে আদম তমিজির ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে ব্যবসায়ী হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা আদম তমিজি হকের ফেসবুক স্ট্যাটাস ও লাইভ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। লাইভে থাকা অবস্থায় তিনি প্রতিমন্ত্রী রাসেলকে গালাগালি করেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রা‌তে আদম ত‌মি‌জি হক তার ফেসবু‌কে লাইভে আসেন।

আদম তমিজি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, `প্রিয় শুভাকাঙ্খী, অনেকেই আপনারা এতদিন আমাকে ( প্রকাশের অযোগ্য) ভেবেছেন। প্রয়োজনে আজই আমি আমার ক্ষমতার আংশিক রূপ দেখাতে পারি। আমি বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতেও পারি। সুতরাং আমার সম্পত্তির দি‌কে হাত বাড়ানোর আগে খুব বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

এরপর আরও একটি স্ট্যাটাস দেন আদম তমিজি হক। সেখানে তিনি নাম উল্লেখ না করে লিখেছেন, ‘প্রিয় নেত্রী (প্রধানমন্ত্রী), আমি এবং আমার দ্বিতীয় স্ত্রী দুবাই থেকে ঢাকার পথে। বাকি পারিবারিক সদস্যরা আজকে রাতে রওনা করবে এবং সকালে পৌঁছাবে। এমপি রাসেল এবং তার চাচার ভয়ানক থাবা থেকে আমরা আমাদের রিজিক বাঁচানোর লক্ষ্যে আসতেছি।’

তমিজি হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য প্রতিমন্ত্রীর চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন। এ নি‌য়ে আজ শনিবার দুপুরে টঙ্গীতে হক গ্রুপের টঙ্গীর কারখানায় তার ফেসবু‌কে একটি জরুরি সা‌লিশি সভা এবং সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন আদম তমিজি হক। 

ইত্তেফাক/এবি