এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। অভিষেক ম্যাচে রোহিত শর্মা এবং তিলক ভার্মার উইকেট নিয়ে আলো ছড়ান এই পেসার। তবে একদিন না যেতেই বিতর্কের মুখে পড়েন টাইগারদের নতুন এই পেসার।
ফেসবুকে নিজের পুরাতন কিছু স্ট্যাটাসের সূত্রে মূলত এই সমালোচনার শুরু। ইসলাম ধর্মের পর্দার বিধিবিধান নিয়ে একাধিক পোস্ট করেছিলেন জুনিয়র সাকিব। পুরাতন সেই স্ট্যাটাসের জেরে রীতিমতো তোপের মুখে আছেন এই ক্রিকেটার। তবে, এমন অবস্থানে থেকে তানজিম সাকিবের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ মোহাম্মদ মৃত্যুঞ্জয়।
মৃত্যুঞ্জয় সাকিবকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বন্ধু মনে রেখো আমরা দুনিয়ায় কোন মানুষকে খুশি করতে আসিনি আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে, তবে আমরা ভুলের উর্ধ্বে নয়।
মৃত্যুঞ্জয়ের এমন পোস্টে কমেন্টে সাকিব লেখেন, 'তাকদীরের উপর আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি বন্ধু।'
মূলত নারীদের চাকরি করা, ফ্রি মিক্সিং নিয়ে একাধিকবার ফেসবুকে পোস্ট করেছিলেন তানজিম হাসান সাকিব। তবে নিজের অবস্থান নিয়ে এখন পর্যন্ত কোন ব্যাখ্যাও দিতে দেখা যায়নি তাকে।