রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন জব্দ, দেওয়া হচ্ছে মামলা  

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০

মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল, নসিমন, মাহিদ্র ট্রাক্টর, থ্রি-হুইলারের বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু যানবাহন জব্দ করে মাদারীপুর জেলার সব থানাগুলোর হেফাজতে রাখা হয়েছে। 

জেলায় অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় স্থানীয় ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত এ বিশেষ অভিযান পরিচালনা করছে। 

দেখা গেছে, শহরের প্রায় প্রতিটি সড়কে অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা, লোকজন উল্টো পথে চলা, রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন বাস গাড়ি চলাচল করার কারণে ট্রাফিক পুলিশ বিভিন্ন অপরাধে মামলা দিচ্ছে।  

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত আট মাসে মাদারীপুরে মোটরসাইকেলের বিরুদ্ধে ২ হাজার ৪৭১টি মামলা হয়েছে। অবৈধ যানবাহন নসিমন, করিমন, টলী, থ্রি-হুইলার আটক রয়েছে ৬৪টি। বিভিন্ন অপরাধে মোটরসাইকেল আটক রয়েছে ২০৪২টি। মোটরসাইকেলের মামলায় জরিমানা করা হয়েছে ৭৯ লাখ ৬২ হাজার ৮০০ টাকা। অনন্যা যানবাহনের মামলার জরিমানা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। 

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরে গাড়ির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন, যা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। অনভিজ্ঞ ও মেয়াদবিহীন লাইসেন্সের চালক, সবাই যেন সড়কে নেমে পড়েছে। এ সব কারণে মামলার সংখ্যা বাড়ছে।

মাদারীপুরে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জুলফিকার বলেন, চালকরা অন্যায় বা অনিয়ম করলে আমরা মামলা দিয়ে থাকি।’

আরেক ট্রাফিক সার্জেন্ট যাকারিয়া বলেন, রাস্তায় অনিয়ম করলে মামলা দেওয়া হয়। কোনো গাড়িকে টার্গেট করে মামলা দেওয়া হয় না।

মাদারীপুর জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ (প্রশাসন) চন্দন কুমার সরকার বলেন, পুলিশ ইচ্ছা করে মামলা দেয় না। চালকরা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ইত্তেফাক/পিও