রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হলুদে 'কালা চশমায়' নেচে মাতালেন আয়মান-মুনজেরিন 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৮

দীর্ঘদিনের প্রেমের পর শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মসজিদে বেশ সাদামাটা ভাবেই দুজন দুজনকে কবুল করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।

যদিও তাদের  বিয়ের দিনের আয়োজনটা মসজিদে খুবই সাদামাটা হলেও গায়ে হলুদের জমজমাটের কমতি ছিলোনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়মান -মুনজেরিনের গায়ে হলুদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।  

সেখানে তাদেরকে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায়। 

এদিকে আয়মান ও মুনজেরিন ফেসবুকে তাদের গায়ে হলুদের ছবি শেয়ার করে স্ট্যাটাসে তাদের একেঅপরের প্রতি অনুভূতি প্রকাশ করেছেন।

আয়মান তার পোস্টে লিখেছেন, ‘এই হাসি, রং, উৎসবের কেবল তো শুরু!’ শেষে একটি ইমোজি জুড়ে দেন তিনি।

আবার মুনজেরিন তার পোস্টে লিখেছেন, ‘তুমি আমার প্রয়োজনীয় সব রঙ’।

আর দু’জনের পোস্টেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। গায়ে হলুদের রঙিন পোশাক, চোখে চশমায় তাদের দুজনকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করতে দেখা গেছে সবাইকে।

কিছুদিন আগে আয়মান ও মুনজেরিনের বিয়ের একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই পুরো সময় চুপ ছিলেন তারা।

ইত্তেফাক/পিএস/এমএএম