শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সরোজ খান হতে চলেছেন মাধুরী দীক্ষিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৩

বলিউডের প্রয়াত নৃত্য পরিচালক শিল্পী সরোজ খানের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষ বারের মতো কোরিওগ্রাফি করেছিলেন প্রয়াত জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। সরোজ এবং মাধুরীর যুগলবন্দি নাড়া দিয়েছিল দর্শকদের হৃদয়। এবার আবারও বড় পর্দায় নাকি ফিরতে চলেছে এই দুই তারকার যুগলবন্দি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শোনা যাচ্ছে, সরোজ খানের বায়োপিকে অভিনয়ের জন্য নাকি প্রস্তাব দেয়া হয়েছে মাধুরী দীক্ষিতকে। সিনেমাটি পরিচালনা করবেন হানসাল মেহতা।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্র জানিয়েন, এখনও পর্যন্ত এ রকম কোনো বায়োপিকের প্রস্তাব পাননি মাধুরী দীক্ষিত। সূত্রের দাবি, বিগত এক মাস যাবত মাধুরী আমেরিকায় ছিলেন। এর মধ্যে নতুন কোনো সিনেমা নিয়ে তিনি কারও সঙ্গে আলোচনা করেননি।

এদিকে পরিচালক হানসাল মেহতা বলেন, ‘এখনো বিষয়টা প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

বলিপাড়ার এক সূত্রের দাবি, ছবির চিত্রনাট্য নিয়ে এখনও ঘষামাজা করা হচ্ছে। কিন্তু কাস্টিং চূড়ান্ত হয়নি এখনো। তবে সরোজের বায়োপিক যে মাধুরীকে ছাড়া অসম্পূর্ণ সে কথাও মেনে নিয়েছেন অনেকে। তবে এখনও পর্যন্ত মাধুরীর কাছে প্রস্তাব যায়নি বলেই জানা যাচ্ছে।

বলিউডের উজ্জ্বলতম নক্ষত্রের মধ্যে অন্যতম ছিলেন সরোজ। ২০২০ সালে ৭১ বছর বয়সে পরলোক গমন করেন বলিউডের ‘মাস্টারজি’। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ সিনেমায় কোরিয়োগ্রাফির মধ্য দিয়ে তার অভিষেক হয় বলিউডে। তার নাচের ছন্দে দর্শক মুগ্ধ কছেন বারবার। এবার তারই বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। এরজন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক হানসাল মেহতা এবং প্রযোজক ভূষণ কুমার।

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন