বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উন্নত অনেক দেশ বঙ্গবন্ধু কন্যাকে ঈর্ষা করে: মেয়র লিটন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মাথার তাজ। আমাদের তাকে পড়তে হবে। তার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ উন্নতির জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছেন। উন্নত অনেক দেশ বঙ্গবন্ধু কন্যাকে ঈর্ষা করে। তিনি দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছেন। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬ এম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। আর যদি কারো পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তা হবে আমাদের পৈতৃক সম্পত্তি। যারা দেশের উন্নতি চায়না তারা নির্বাচন আসলে জালাও পোড়াও শুরু করে। লন্ডনে থেকে তারেক জিয়া নমিনেশন ব্যবসা করেন। তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন করবে। তারা নির্বাচনে জিতলে তা হবে বৈধ নির্বাচন আর হারলে নির্বাচন অবৈধ। এসব কথা আর চলবে না। 

এ সময় জয়পুরহাট-২ আসনের সাংসদ জাতীয় সংসদের চিফ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দেশে নতুনভাবে বিএনপি জামায়াত দেশকে নিয়ে চক্রান্ত করছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা তা কখনো হতে দিব না৷ আমাদের সেইভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। সাধারণ ছাত্র যেন আপনাকে দেখে মুখ ফিরিয়ে না নেয়৷ রাজনীতি উপভোগের বিষয় নয় তা আদর্শ লালন করার বিষয়। যদি বঙ্গবন্ধুকে ধারণ করতে পারি তাহলে আামাদের দেশের উন্নয়ন আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, রাজশাহীতে ছাত্রলীগ করা মরুভূমিতে ফুলের বাগান করার মত। আমি সাদ্দাম ও ইনান কে অনুরোধ করব এই বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্বকে যেন যথেষ্ট সম্মান করা হয়। 

ইত্তেফাক/এআই