শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শেষ মুহূর্তে গোলরক্ষকের গোলে পয়েন্ট হারালো অ্যাটলেটিকো 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লাৎসিও গোলরক্ষক ইভান প্রোভেদেল শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 'ই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সঙ্গে লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের। শেষ মুহূর্তে গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় এই গোলরক্ষক ইভান।  

বুধবার (১৯ সেপ্টেম্বর) এমন এক জমজমাট ম্যাচ হয়েছে রোমার স্তাদিও অলিম্পিকোতে। প্রথমার্ধে ২৯ মিনিটে পাবলো বারিওসের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর দুইদলই একের পর আক্রমণ চলায়। প্রথমার্ধে আক্রমণ করে কোন গোল না হইলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।  

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে লাৎসিও গোল করতে না পারলে মরিয়া হয়ে খেলতে থাকে তারা। তবে সাফল্য পায় ম্যাচের একদম শেষ সময়ে। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে কর্ণার পায় ইতালিয়ান ক্লাবটি। তখনই লাৎসিও গোলরক্ষক প্রতিপক্ষের ডি বক্সে ডুকে পড়েন। কর্নার ঠিকঠাক নিতে পারেননি দানিলো কাতালদি। এক অ্যাটলেটিকোর খেলোয়াড়ের ক্লিয়ারেন্সে ফিরতি বল পেয়ে পাস দেন লুইস আলবার্তোকে। তার নিখুঁত ক্রস থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে গোল করেন প্রোভেদেল।

তার করা গোলে ম্যাচে সমতা আনে লাৎসিও। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু'দল। 

ইত্তেফাক/জেডএইচ