রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বসুন্ধরা কিংস ১-৩ মাজিয়া স্পোর্টস

মালদ্বীপে লজ্জায় ডুবল বসুন্ধরা কিংস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৬

গতকাল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের খেলোয়াড়রা ব্যস্ত সময় কাটিয়েছেন। চীনে এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ আত্মঘাতী গোলে হারলেও একই দিনে মালদ্বীপে বসুন্ধরা কিংস লজ্জায় ডুবেছে। গতকাল বিকালে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এএফসি কাপের প্রথম খেলায় বসুন্ধরা কিংস ১-৩ গোলে হেরেছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন দলের বিপক্ষে। বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফের ম্যাচে আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়ে এসেছে কিছু দিন আগে। সেই হারের ক্ষত না শুকাতে আবারও হারের কষ্ট নিয়ে ফিরতে হচ্ছে ৪৩ জন নিয়ে মালদ্বীপে যাওয়া দলটাকে।

এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা। বসুন্ধরা কিংস প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলো। কল্পনাও করেনি ৩ গোল হজম করবে। যাদের কাছে হেরেছে সেই মাজিয়া স্পোর্টসের বিপক্ষে আগেও খেলেছে বসুন্ধরা কিংস। কখনো হারেনি। মালদ্বীপের কোন ক্লাবের ক্লাবের কাছেও হারেনি কিংস। এসব পরিসংখ্যান কিংসের ফুটবলারদের ফুরফুরে মেজাজে রেখেছিল। ধরে নিয়ে ছিলেন মাঠে নেমেই মাজিয়াকে উড়িয়ে দেবেন। অতি আত্মবিশ্বাস পরিসংখ্যানটাকে ধুলোয় মিশিয়ে দিল। এক ধাপ পিছিয়ে থাকল লিগের চারবারের চ্যাম্পিয়নরা। অথচ এএফসি কাপের প্রথম ম্যাচে ভালো করার টার্গেট নেওয়ায় এশিয়ান গেমেসর জন্য কিংস ফুটবলারদের ছাড়েনি কিংস। ১৫ মিনিটে বালানবানভিচের গোলে এগিয়ে যায় মাজিয়া স্পোর্টস। ৬৮ মিনিটে হাসান নাজিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে মাজিয়া। 

ইনজুরি সময়ের প্রথম মিনিটে আলি ফাসিরের গোলটি ম্যাচ থেকে বসুন্ধরা কিংসকে ছিটকে দিলেও খেলার শেষ হওয়ার আগ মুহূর্তে ইব্রাহিমের গোলটা হারের ব্যবধান কমিয়েছে। হাসি মুখে মাঠ ছেড়েছে মাজিয়া। অথচ বসুন্ধরা কিংস ২০২১ সালে দুই ম্যাচে এই মাজিয়াকে হারায়। ২-০ ও ১-০ গোলে জিতেছিল। পঞ্চম ম্যাচে এসে মালদ্বীপের কোনো ক্লাবের কাছে লিগ চ্যাম্পিয়নরা। ২০১৮ সালে নীলফামারীতে একটি প্রীতি ম্যাচে প্রথম মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে কিংস জিতেছিল ৪-১ গোলে। এরপর এএফসি কাপে বসুন্ধরা কিংস ২০২০ সালে ৫-১ গোলে হারিয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে।

ইত্তেফাক/জেডএইচ