একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর স্মৃতিচারণ করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
সংবাদমাধ্যম অনুযায়ী, সদ্য প্রয়াত ঘুড্ডি সিনেমার গুণী এ নির্মাতাকে নিয়ে স্মৃতিচারণ করে রাইসুল ইসলাম আসাদ জানিয়েছেন, ‘আমি সত্যি ভাষাহীন, স্তব্ধ, কিছুই বলতে পারছি না। জাকী ভাই নেই এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রকৃতির নিয়মে সবাইকে চলে যেতে হবে, তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নেয়া যায় না।’
দেশ স্বাধীনের পর থেকে আমরা একসাথে ঢাকা থিয়েটারের বহু বছর পার করেছি। তার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি জীবনে। অভিজ্ঞতার ঝুলি ভারি হয়েছে।
শুরুতে আমি জাকী ভাইয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি অনেকদিন। তিনি-ই আমাকে অভিনয় করতে বলেছিলেন। উনি পথটা না দেখালে আমাকে হয়তো কেউ অভিনয়ে পেত না।
সালাহউদ্দিন জাকী’র অনবদ্য চলচ্চিত্র ‘ঘুড্ডি’। সেখানে আমাকে অভিনয় করতে বলা হয়। ঘুড্ডিতে সুবর্ণা মুস্তাফার সঙ্গে আমি অভিনয় করি। সিনেমাটি সুপার হিট হয়ে যায়। এটাও ভাইয়ের জন্য সম্ভব হয়েছিল।
একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘ঘুড্ডি’ সিনেমা মুক্তি পায় ১৯৮০ সালে। এটিই সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত প্রথম সিনেমা । এখানে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। তাছাড়া রাইসুল ইসলাম আসাদ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন।