রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘আমরা একসঙ্গে সময় কাটাতে পারি না’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪

ভালোবেসেই বিয়ে করেছিলেন এই তারকা যুগল। কিন্তু বিয়ের পর দুজনেই থাকেন নিজের কাজে ব্যস্ত। তাইতো একই ছাদের নিচে বসবাস করেও একসঙ্গে সময় কাটাতে পারেন না তারা। বলছি বলিউড দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভিকি।

প্রায় দুই বছরে আগে ভিকি ও ক্যাটরিনার চার হাত এক হয়েছিল। বিয়ের আগে এই দম্পতি সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও বিয়ের পরের চিত্রটা উল্টো। গণমাধ্যমের সামনে তাদের দাম্পত্য জীবন বেশ খোলামেলা। এবার জানালেন তারকা খ্যাতির জন্য তাদের দাম্পত্য জীবনের সমস্যার কথা।

বলিউড দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

ভিকি জানান, একই ছাদের নিচে থাকলেও কাজের ব্যস্ততায় একসঙ্গে সময় কাটাতে পারেন না তারা। কারণ মাঝেমধ্যে ভিকির সকালে শুটিং হলে ক্যাটরিনার রাতে। ভিকি শুটিং থেকে ফিরলে ক্যাটরিনা বেরিয়ে পরেন শুটিংয়ে। অনেক সময় এভাবে মাসও কেটে যায় যখন ভিকি-ক্যাটরিনা সময় কাটাতে, গল্প করতে পারেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, বলিউডের এক পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় ভিকি-ক্যাটরিনার। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেটাকে পরিণতি দিয়ে তারা বিয়ে করেন ২০২১ সালের ডিসেম্বরে। প্রেমের বিয়ে বলেও ক্যাটরিনাকে বেশ ভয় পান ভিকি। সবার মতো তাদের সম্পর্কেও রয়েছে মান-অভিমানের পালা। এই পর্বে প্রতিবারই হেরে যান ভিকি। ঝামেলা হলে আগেভাগেই চেয়ে নেন ক্ষমা। আসলে ক্যাটরিনাকে ভয় পেয়ে এই কাজ করেন না তিনি। কারণ তিনি ভালোবাসেন ক্যাটরিনাকে। তাই ঝামেলা না বাড়িয়ে ঘরের শান্তির জন্য নিজেই ভুল স্বীকার করে নেন। তিনি মনে করেন, ‘ভুল স্বীকার করলে জীবন সহজ হয়ে যায়।’ তাই এই কাজে তিনিই আগে এগিয়ে যান।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ভিকির ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। এই সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। অন্যদিকে ক্যাটরিনাকে ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা যাবে।

ইত্তেফাক/এএম/এসকে