বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা নিউজিল্যান্ডের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪.৩ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে ৮ ওভার কমে ৪২ ওভারে অনুষ্ঠিত হবে হচ্ছে ম্যাচ। বৃষ্টির পর খেলতে নেমে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। বৃষ্টির পর খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। দলীয় ১৪ ও ১৬ রানে জোড়া উইকেট হারায় তারা।

দুই উইকেট তুলে নেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফিন অ্যালান ২০ বলে ৯ ও চ্যাড বোয়েস ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর উইল ইয়াংকে সঙ্গে নিয়ে পরিস্তিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ক্রিজে আসা হেনরি নিকোলাস। ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন