রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জবি রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে টুসি ও রবিউল 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৩

রসায়ন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ১৫তম আবর্তনের শিক্ষার্থী তাজকিয়া টুসিকে সভাপতি ও রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক করে রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব ২০২৩ কার্যনির্বাহী পরিষদের ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ও রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়৷

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন শামীমা আফরোজ মুন ও ছামিরা ইসলাম ছনি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন অন্তর হোসেন ও আকরাম শেখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ও ফারিহা মোবাশ্বিরা, দপ্তর সম্পাদক তানিয়া জান্নাত, উপ-দপ্তর সম্পাদক সাবিকুন নাহার লিমা ও নাহিদুল ইসলাম তাসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মুত্তাসিম বিল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাহ্হার সিদ্দিকী জামিল, অর্থ সম্পাদক জয় রুদ্র ও উপ-অর্থ সম্পাদক সৌরভ দাশ, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক আহসান হাবীব দোলন।

এছাড়াও উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাহিবা তাবাচ্ছুম দ্বীপ, সাথী বালা, প্রান্তি নন্দী প্রিয়া, শাওন ইসলাম, শাহরিয়ার আহমেদ, রাকিবুল ইসলাম, টিপু সুলতান, মঈন রহমান, সিথি আক্তার, মোছাঃ কলি খাতুন, আনিকা তাহসিন, মনিজা ইয়াসমিন, সাজনিন আক্তার সাম্মী, সুমনা বসাক, ফারিয়া ইসলাম এনি, নিশাত তাসনিম, রাবেয়া আক্তার বহ্নি, রেশমা খাতুন, মোহাম্মদ পলাশ, তাসমিয়া আজাদ মাহিন, রুবাইয়াত নাহার, আতিয়া মুক্তা, ইবরাহিম হাওলাদার, জাহিদুল ইসলাম, মামুন রহমান, অন্তর সরকার, মাহমুদা মিম, নাজমুল ইসলাম মারিয়াম বিনতে হাবীব, নাঈম হোসেন সাগর, আশিকুর রহমান, আশিক ফয়সাল।

ইত্তেফাক/এআই