রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুস্তাফিজের পর নাসুমের জোড়া আঘাতে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪.৩ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে ৮ ওভার কমে ৪২ ওভারে অনুষ্ঠিত হবে হচ্ছে ম্যাচ। বৃষ্টির পর খেলতে নেমে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। এরপর উইল ইয়াং ও হেনরি নিকোলাস মিলে চাপ সামাল দেন।

টস হেরে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। বৃষ্টির পর খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। দলীয় ১৪ ও ১৬ রানে জোড়া উইকেট হারায় তারা।

দুই উইকেট তুলে নেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফিন অ্যালান ২০ বলে ৯ ও চ্যাড বোয়েস ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর উইল ইয়াংকে সঙ্গে নিয়ে পরিস্তিতি সামাল দেন ক্রিজে আসা হেনরি নিকোলাস।

দুজন মিলে ৯৭ রানের জুটি গড়েন। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন ইয়াং। তবে দলীয় ১১৩ রানে ৫৭ বলে ৪৪ রান করা নিকোলাসকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ।

এরপর দলীয় ১২৩ রানে আরও দুই উইকেট হারায় কিউইরা। ৯১ বলে ৫৮ রান করে ইয়াং ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র। ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।   

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন