বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রধান বিচারপতিকে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৫

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. শাহজাহান খাঁন, আশরাফ উল আলম, চৈতন্য চন্দ্র হালদার, মো. মুনজুর আলম, কোষাধক্ষ মো. মিজানুর রহমান ও সহসাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন্নবী বিপ্লব।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইত্তেফাক/পিও