অবশেষে মুক্তি পেল সিয়াম-মিমের সেই কাঙ্ক্ষিত সিনেমা। যে প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে দর্শক বিশ্বাসই করতে চাইছিল না সিনেমাটি মুক্তি পেয়েছে। কেননা বার বার হাইপ তুলেও বারবার শেষ মুহূর্তে এসে পিছিয়ে যাচ্ছিল মুক্তি। এবার আর পেছায় নি। আজ দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’।
এতে অভিনেত্রী মিমকে দেখা যাবে মাত্র দুটি পোশাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম নিজেই এ খবর প্রকাশ করেছেন। একটি সিনেমা করতে অভিনেত্রীদের পোশাকের নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে না। তারপরেও সিনেমায় এত কম সংখ্যক পোশাকে অভিনেত্রীদেরকে সচরাচর দেখা যায় না।
কিন্তু কেন মাত্র দুটি পোশাকে শুটিং শেষ করলেন মিম? তারই জবাব ফেসবুকে দিয়েছেন মিম নিজেই। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পুরো ছবিতে আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দু’বার। এমনকি মাত্র দুটো ড্রেসেই (পোশাক) আস্ত একটা ছবি শেষ করতে হয়েছে। ছবি দেখলেই বুঝবেন, যে রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটা মুহূর্ত গেছে, তাতে ড্রেস চেঞ্জ (পোশাক বদলানোর) করার কোনো অপশন ছিল না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না!’
দেশ ছাড়াও দেশের বাইরে রেকর্ড সংখ্যক সিনেমা হলে আজ একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিয়াম-মিমদের। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।